E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপালী ব্যাংক একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালা

২০২০ ফেব্রুয়ারি ১১ ১৬:৩৯:১০
রূপালী ব্যাংক একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘ইফেকটিভ অপারেশনস অব অডিট অ্যান্ড ইন্সপেকশন’ শীর্ষক ছয়দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। কর্মশালায় অডিট অ্যান্ড ইন্সপেকশন, মনিটরিং, কমপ্লায়েন্স বিভাগ, ব্যাংকের জোনাল ও বিভাগীয় কার্যালয়ের অডিট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ব্যাংকের অডিট ইন্সপেকশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন খন্দকার আতাউর রহমান।

এ সময় রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেন, অডিটের ডিজিএম কমল ভট্টাচার্য ও কামাল হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test