E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা : বিজিএমইএর হটলাইন ও হেলথ সেন্টার

২০২০ মার্চ ১০ ১৫:০২:৪৪
করোনা : বিজিএমইএর হটলাইন ও হেলথ সেন্টার

স্টাফ রিপোর্টার : প্রাণঘাতী করোনাভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পোশাকখাত সংশ্লিষ্টদের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

বিজিএমইএর হটলাইন নম্বর ০১৭৩০৪৪২২১১। একইসঙ্গে ১০টি হাসপাতাল ও হেলথ সেন্টার প্রস্তুত রেখেছে সংগঠনটি।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, তৈরি পোশাক খাতের কর্মীসহ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে বিজিএমইএর পক্ষ থেকে হটলাইন চালু করা হয়েছে। এছাড়া ঢাকায় চারটি অঞ্চলভিত্তিক পর্যবেক্ষক দল গঠন এবং ১০টি হাসপাতাল ও হেলথ সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে কন্ট্রল রুম চালু করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কন্ট্রল রুম খোলা থাকবে।

এছাড়া করোনাভাইরাসের বিষয়ে সরকারের পক্ষ থেকে তৈরি করা সতর্কবার্তাগুলো বিজিএমইএ লিফলেট আকারে প্রচার করছে বলে জানান বিজিএমইএ সভাপতি।

বাংলাদেশের প্রধান রফতানিখাত তৈরি পোশাকশিল্পে ৪৪ লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন, যাদের অর্ধেকের বেশি নারী।

(ওএস/এসপি/মার্চ ১০, ২০২০)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test