E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

২০২০ জুন ২৩ ১৬:২৩:৩৫
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

স্টাফ রিপোর্টার : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও কমেছে সূচক।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২০ কোটি ৬৯ লাখ টাকা।

লেনদেন বাড়লেও গত কয়েক দিনের মতো এদিনও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। তবে ডিএসইতে যে কয়কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার থেকে বেশি। তারপরও প্রধান সূচক কিছুটা বেড়েছে।

লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির। আর ২৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ কোটি ৪৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লিন্ডে বিডি, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আজিজ পাইপ, ওয়াটা কেমিক্যাল, এক্সিম ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ফার্মা এইড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩০ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১০৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

(ওএস/এসপি/জুন ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test