E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উভয় বাজারে লেনদেন কমেছে

২০১৪ আগস্ট ১৩ ১৬:০৯:৪৩
উভয় বাজারে লেনদেন কমেছে

স্টাফ রিপোর্টার : উভয় পুঁজিবাজারে বুধবার লেনদেন কমেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক অপরিবর্তিত থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। ডিএসইতে দিনভর মিশ্র প্রবণতায় লেনদেন হলেও সিএসই নিম্নমুখী ছিল।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকা।


বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের। এ দিন এ কোম্পানির ৪০ লাখ ৭৬ হাজার ৬০০টি শেয়ার ৪২ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে। টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ২৭৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫১ লাখ টাকা।

(ওএস/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test