E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকারের দাতা প্রতিষ্ঠানগুলোকে মাঝে মাঝে নন্দিত করা উচিত’

২০১৪ আগস্ট ১৪ ১৪:৩২:১৮
‘সরকারের দাতা প্রতিষ্ঠানগুলোকে মাঝে মাঝে নন্দিত করা উচিত’

স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন সরকারের বেশি ব্যবসা করা উচিত নয়। বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইডকল’র (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লি.) সরকারি লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ইডকল’র পক্ষ থেকে সরকারের শেয়ারের লভ্যাংশ বাবদ (২০১২-১৩ অর্থবছর) ১৪ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়।
অর্থমন্ত্রী বলেন, সরকারের কাজ তদারকি করা। প্রাইভেট সেক্টরের রেগুলেট করা।
তিনি বলেন, দাতা প্রতিষ্ঠানগুলোকে মাঝে মাঝে নন্দিত করা উচিত। কারণ হিসেবে বলেন, বিশ্বব্যাংকের ধারণার ভিত্তিতে ইডকল প্রতিষ্ঠা করা হয়। ইডকল একটি সফল প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে।
চেক হস্তান্তর শেষে অর্থমন্ত্রী বলেন, অনেকে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসান করে। অনেক ক্ষেত্রে মুনাফাও করে, এটিই তার প্রমাণ।
২০১২-১৩ অর্থবছরে শেয়ারের মুনাফা বাবদ রাষ্ট্রীয় কোষাগারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ১০ কোটি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ১৪ কোটি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৪৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার চেক অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করে।
পুজিঁবাজারে সরকারের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে আইসিবি’র ভূমিকা আরও জোরদার করে দ্রুত অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।
বিডিবিএলের পক্ষ থেকে বলা হয়, কার্যক্রম শুরুর পর থেকে অগ্রগতি অব্যাহত রয়েছে। ২০১০ সালে বিডিবিএল মোট ৬৪ কোটি ৪৪ লাখ টাকা নিট মুনাফ করে। একইভাবে ২০১১ সালে ৬৮ কোটি ৬০ লাখ টাকা, ২০১২ সালে ৮৩ কোটি ৭০ লাখ টাকা এবং ২০১৩ সালে ১০২ কোটি ১ লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়।
২০১২ সালে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল ১ হাজার ২০৪ কোটি ৩২ লাখ টাকা, যা ২০১৩ সালের শেষে এসে ১ হাজার ৯৯৮ কোটি ৮৮ লাখ টাকায় উন্নিত হয়েছে। বিডিবিএল'র বর্তমানে কোনো মূলধন ও প্রভিশন ঘাটতি নেই বলে অনুষ্ঠানে জানানো হয়।
অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test