E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মার্জিন ঋণ নিয়ে বিএসইসিকে লিগ্যাল নোটিশ

২০২০ অক্টোবর ১৩ ১৪:৩৯:১৮
মার্জিন ঋণ নিয়ে বিএসইসিকে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার : বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের মার্জিন ঋণ নিয়ে গুজব ছড়ানোর প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মো. মনোয়ার হোসেন নামের এক বিনিয়োগকারীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এ চৌধুরী মঙ্গলবার এ লিগ্যাল নোটিশ দিয়েছেন।

এ বিষয়ে এস এ চৌধুরী বলেন, আমাদের ক্লায়েন্ট শেয়ারবাজারের নিয়মিত বৈধ বিও হিসাবধারী। তিনি শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। তিনি নিয়মিত শেয়ারবাজারে লেনদেন করেন। নিয়মিত বিনিয়োগকারী হিসেবে আমাদের ক্লায়েন্ট ক্লোজলি বাজার মনিটরিং করেন।

গতকাল আমাদের ক্লায়েন্ট দেখতে পান বীমা খাতের বিভিন্ন কোম্পানির শেয়ার দরপতন হয়েছে, যা অস্বাভাবিক। বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বিভিন্ন বীমা কোম্পানির মার্জিন ঋণ বন্ধের কারণে এই দরপতন হয়েছে। এ কারণে বিষয়টি বিএসইসির চেয়ারম্যানের নজরে আনতে এবং এ বিষয়ে বিএসইসি যাতে দ্রুত পদক্ষেপ নেয় সে কারণে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে- বলে জানান এই আইনজীবী।

এদিকে ২০ বীমা কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ বন্ধ করায় ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে বিএসইসি।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা চাই শেয়ারবাজার স্থিতিশীল থাকুক। ইউসিবি ক্যাপিটাল ২০টি বীমা কোম্পানির মার্জিন ঋণ বন্ধ করায় গতকাল বাজারে এক ধরনের গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে ইউসিবি ক্যাপিটালের এমডিকে তলব করা হয়েছে।

তিনি বলেন, ইউসিবি ক্যাপিটালের এমডির কাছে আজ সার্বিক বিষয়ে জানতে চাওয়া হবে। সেই সঙ্গে তাদের শোকজও করা হবে। এ বিষয়ে তাদের লিখিত বক্তব্য চাওয়া হবে।

গতকাল সোমবার লেনদেন শুরু হতেই শেয়ারবাজারে ছড়িয়ে পড়ে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের বীমা খাতের ২০টি কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে গুজব ছড়ায় পুরো বীমা খাতের শেয়ারে বিএসইসি মার্জিন ঋণ নিষিদ্ধ করবে। এতে গতকাল বীমা কোম্পানিগুলোর শেয়ারে এক ধরনের ক্রেতা সংকট দেখা দেয় এবং প্রায় সবকটি বীমা কোম্পানির শেয়ারের দরপতন হয়।

(ওএস/এসপি/অক্টোবর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test