E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার নিয়ে এলো আরএফএল

২০২০ অক্টোবর ১৫ ১৬:২০:১০
ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার নিয়ে এলো আরএফএল

নিউজ ডেস্ক : শাকসবজি ও ফলমূল থেকে কীটনাশক, ক্ষতিকারক রাসায়নিক জীবাণু এবং ভাইরাস দূর করতে দেশের শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিকসের ব্রান্ড ‘ড্রিংকইট’ নিয়ে এলো ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার।

আরএফএল ইলেকট্রনিকসের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মাহাবুবুল ওয়াহিদ বলেন, ‘আরএফএল সবসময় মানুষের চাহিদার ওপর ভিত্তি করে নতুন নতুন পণ্য বাজারে আনে। করোনার সময়ে খাদ্যপণ্য জীবাণুমুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রিংকইট ব্রান্ডের পিউরিফায়ারটি ফল, শাকসবজি, রান্নাঘরের সরঞ্জাম, শিশুর খেলনাসহ আরও নানা ধরনের পণ্যে ব্যবহার করা যায়।’

তিনি আরও বলেন, ‘ওজোন এবং ইউভি (আল্ট্রাভায়োলেট) ডাবল স্টেরিলাইজার প্রযুক্তি সমৃদ্ধ ড্রিংকইট ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার খাবারের পুষ্টিগুণ বজায় রাখে, মাংস এবং খাদ্যদ্রব্য থেকে কৃত্রিম রঙ ও অ্যান্টিবায়োটিক দূর করে। তাছাড়া এটি চালানোর সময় কোন শব্দ হয় না এবং পানি উপচে পড়ে না। টেবিলের ওপরও স্থাপন করা যাবে।’

ভিশন এম্পোরিয়াম ও বেস্ট বাই-এর মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে ‘ড্রিংকইট’ ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার। তাছাড়া কেনাকাটার জনপ্রিয় সাইট অথবাডটকমের মাধ্যমেও পণ্যটির অর্ডার করা যাবে।

প্রতিটির সর্বোচ্চ খুচরা মূল্য ৯ হাজার টাকা।

(ওএস/এসপি/অক্টোবর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test