E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এশিয়ার ‘আউটস্ট্যান্ডিং লিডার’ পুরস্কার পেলেন আজিজ খান

২০২০ নভেম্বর ১৮ ১৪:৪৯:৩৭
এশিয়ার ‘আউটস্ট্যান্ডিং লিডার’ পুরস্কার পেলেন আজিজ খান

স্টাফ রিপোর্টার : এশিয়ার অন্যতম ‘আউটস্ট্যান্ডিং লিডার’ উপাধিতে ভূষিত হয়েছেন সামিট গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

সম্প্রতি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মরস্ গ্রুপ আয়োজিত ‘এইসেস পুরস্কার ২০২০’-এর জুরি প্যানেল চলতি বছর সিঙ্গাপুর থেকে সাত প্রতিনিধির মধ্যে অসামান্য নেতৃত্বের জন্য তাকে এই স্বীকৃতি দেয়।

এ বিষয়ে মরস্ গ্রুপের সিইও শাংগারি বালাকৃষ্ণান বলেন, ‘সামিটের অবকাঠামো তৈরির প্রচেষ্টা তাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধির আকাঙ্ক্ষার অগ্রদূতে পরিণত করেছে।’

এই স্বীকৃতি লাভের পর মুহাম্মদ আজিজ খান বলেন, ‘আমি চাই আমার কাজের মাধ্যমে সবাইকে সযত্নে নেতৃত্ব দিতে। আমি বিশ্বাস করি সবসময় আমার পাশে পরিবার, সহকর্মী আর বন্ধুদের মধ্যে নেতৃত্ব দেয়ার অনুপ্রেরণা জাগাতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য, মুহাম্মদ আজিজ খান সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল, সামিট হোল্ডিংস লিমিটেড এবং ইপকো ডেভেলপমেন্টস (বাংলাদেশ) লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সামিট গ্রুপের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়নকারি শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠানটিতে প্রায় ছয় হাজার লোকের কর্মসংস্থান রয়েছে। মূলত বিদ্যুৎ-জ্বালানি, বন্দর, লজিস্টিক, তথ্য-প্রুযুক্তি এবং আতিথেয়তা খাতে সামিট গ্রুপের বিনিয়োগ রয়েছে।

২০২০ সালে ফোর্বসের তথ্যানুসারে, আজিজ খান সিঙ্গাপুরের ৩৭তম ধনী। এছাড়া তিনি ফিনল্যান্ডের অনরারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test