E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমনওয়েলথকে ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২০২০ নভেম্বর ২৪ ১৫:২৫:২১
কমনওয়েলথকে ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : কমনওয়েলথকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

কমনওয়েল্থভুক্ত দেশগুলোর আভ্যন্তরীণ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি এবং অগ্রধিকার খাতগুলো চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত তৃতীয় সভা সোমবার (২৩ নভেম্বর) রাতে অনলাইনে অনুষ্ঠিত হয়।

সভার আলোচ্য বিষয় ‘প্রাইভেট সেক্টরে ডিজিটাল এন্ড গ্রীন বিজনেস রিকভারি’-এর ওপর বক্তব্য প্রদানকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

কমনওয়েল্থ বিটুবি হাই লেভেল ভার্চুয়াল মিটিং-এর ওপেনিং সেশনে স্বাগত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটালাইজেশনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে ডিজিটাল সুবিধা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে দেশের অর্থনীতে ৯৮ ভাগ মোবাইল ব্যাংকিং সুবিধা অবদান রাখছে। ইন্টারনেট সুবিধার আওতায় বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ কাজ করছে, ডিজিটাল কমার্সের আওতায় এখন এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। ই-কমার্সে এর মধ্যে অর্ধেক কাজ করছে বাংলাদেশের নারীরা। কোভিড-১৯ এর কঠিন অবস্থাতেও বাংলাদেশের ইকোনমিক গ্রোথ ৫ দশমিক ২৪ ভাগ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।’

এ সময় বাণিজ্যমন্ত্রী কমনওয়েলথ বিটুবি ডিজিটাল কানেকটিভিটি ভাব গ্রহণ, কমনওয়েলথ বিটুবি ডিজিটাল মার্কেট প্লেস সৃষ্টি, ভার্চুয়াল ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম গ্রহণ, কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পদক্ষেপ নেয়ার প্রস্তাব পেশ করেন এবং এজন্য কমনওয়েলথকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে বলে মত প্রকাশ করেন।

এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন, বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ট্রেড ডিপার্টমেন্টের এক্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট, কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল এর চেয়ারম্যান লর্ড মার্ল্যান্ড। বিষয়ের উপর কীনোট উপস্থাপন করেন কমনওয়েল্থ সেক্রেটারি জেনারেল বারোনেস পেট্রিসিয়া স্কোটল্যান্ড।

অনলাইনে প্যানেল ডিসকাশনে অংশ নেন- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রুয়ান্ডার ট্রেড অ্যান্ড ইন্ডাষ্ট্রি মিনিস্টার সোরায়া হাকুজিইয়ারিমে জামাইকার ফরেন অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সিনাতোরকামিনা জনসন স্মিথ, প্যাসিফিক আইসল্যান্ড প্রাইভেট সেক্টর এসোসিয়েশন-এর চেয়ারম্যান স্টিফেন লায়ন এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সামন্থ কোহেন সিভিও।

(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test