E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বীমায় ভর করে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, আধাঘণ্টায় লেনদেন ১০০ কোটি

২০২০ নভেম্বর ২৫ ১৪:০৩:১৪
বীমায় ভর করে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, আধাঘণ্টায় লেনদেন ১০০ কোটি

স্টাফ রিপোর্টার : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে লেনদেনে বেশ ভালো গতি দেখা দিয়েছে। আধাঘণ্টার মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।

এদিকে গতকাল তালিকাভুক্ত সবকটি মিউচ্যুয়াল ফান্ডের দাম বাড়লেও আজ প্রথম আধাঘণ্টার লেনদেনে মাত্র দুটি দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে। তবে লেনদেনের শুরুতেই তালিকাভুক্ত প্রায় সবকটি বীমা কোম্পানির শেয়ার দাম বেড়েছে। এর ফলে বেড়েছে মূল্য সূচকও।

তালিকাভুক্ত ৪৮টি বীমা কোম্পানির মধ্যে আজ লেনদেনের শুরুতে ৩৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫টির। প্রায় সবকটি বীমা কোম্পানির শেয়ার দাম বাড়ায় ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে ১০ মিনিটেই ডিএসই’র প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের সময় গড়ানোর সঙ্গে বাড়তে থাকে সূচকের উত্থান প্রবণতা। ফলে প্রথম ৪৫ মিনিটের লেনদেনেই ডিএসই’র প্রধান সূচক ১৭ পয়েন্ট বেড়ে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ৩ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির। আর ৮৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২১ কোটি ৯৯ লাখ টাকা।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়লেও উল্টো চিত্র দেখা যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডে। তবে লেনদেনের সময় গড়ানোর সঙ্গে কিছু মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে যেখানে মাত্র দুটি মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছিল, সেখানে ৪৫ মিনিটের লেনদেনে ১০টি দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে।

অবশ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত সব মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগকারীরা মার্জিন ঋণ পাবেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এমন তথ্য জানানোর পর গতকাল মঙ্গলবার তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডেরই দাম বাড়ে।

এদিকে ডিএসই’র পাশাপাশি ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test