E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়লো

২০২০ নভেম্বর ৩০ ১৭:৫৪:৪৪
রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়লো

স্টাফ রিপোর্টার : করোনা অতিমারির কারণে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো আরও এক মাস। সোমবার (৩০ নভেম্বর) কর আইন-১ এর দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতিতে আয়কর মেলার শেষ দিনে সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আদেশে বলা হয়, ‘আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ধারা ১৮৪জি-তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে, ব্যক্তি-শ্রেণির করদাতার ২০২০-২১ করবছরে আয়কর রিটার্নের দাখিল সময়সীমা (যা ট্যাক্স ডে নামে সংজ্ঞায়িত) ৩০ নভেম্বর ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করলো।’

এর আগে সকাল থেকে আয়কর মেলার শেষ দিনে করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন কর-অঞ্চলে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৩৮৭ কোটি টাকার পরিশোধিত কর আদায় হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এ সময়ের মধ্যে ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন দাখিল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

(ওএস/এসপি/নভেম্বর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test