E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছয় মাসে কালো টাকা সাদা করেছেন ৭৬৫০ জন

২০২১ জানুয়ারি ০৪ ১৭:৩৮:৩৪
ছয় মাসে কালো টাকা সাদা করেছেন ৭৬৫০ জন

স্টাফ রিপোর্টার : ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে ৭ হাজার ৬৫০ জন কালো টাকা সাদা করেছেন। ব্যক্তি শ্রেণির করদাতা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৯৬২ কোটি টাকা।

সোমবার (৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এবার ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে এনবিআর।

কর বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, এই সুযোগ নিয়ে শেয়ারবাজারে ২০৫ জন কালো টাকা সাদা করেছেন। এর মাধ্যমে এনবিআর আয়কর পেয়েছে প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকা। এছাড়া আবাসনসহ অন্যান্য খাতে আরও ৭ হাজার ৪৪৫ জন কালো টাকা বিনিয়োগ করেছেন। এতে এনবিআর ৯৩৯ কোটি ৭৬ লাখ টাকা কর পেয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test