E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্থনীতির গতি-প্রকৃতি ভালো আছে : অর্থমন্ত্রী

২০২১ ফেব্রুয়ারি ০৩ ১৯:২৬:১২
অর্থনীতির গতি-প্রকৃতি ভালো আছে : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দেশের অর্থনীতির গতি-প্রকৃতি ভালো আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বিকেলে অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘অর্থনীতির গতি-প্রকৃতি ভালো বলেই আজ আমরা মিটিংয়ে বসলাম। এখন পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যাদের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য আছে এবং থাকলে তাদের দেশের এক্সপোর্ট-ইমপোর্ট (আমদানি-রফতানি) বাড়ে কী বাড়ে না, নাকি এক জায়গায় আটকা পড়ে আছে, নাকি নিচের দিকে যাচ্ছে, সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় আছি।’

মুস্তফা কামাল বলেন, ‘সারাবিশ্বের সাথে আমরা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা অন্যান্য দেশের সাথে সম্পৃক্ত, এ যুগে তাই নিয়ম। অন্যরা যেটা কিনবে আমরা সেটা বিক্রি করব, আমরা যেটা কিনব অন্যরা সেটা বিক্রি করবে।’

তিনি আরও বলেন, ‘সুতরাং কোথাও বড় ধরনের অনিয়ম থাকলে, সারাবিশ্বেই এখন অনিয়ম, সেটার উত্তরণ আমরা ঘটাতে পারিনি। সেটার জন্য আমরা প্রার্থনা করি যাতে এই অবস্থা থেকে আমরা আরও সুন্দর অবস্থানে যেতে পারি। সেজন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে, আর ধৈর্য ধরে সব মোকাবিলা করতে হবে।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test