E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ ঘোষণা

২০১৪ আগস্ট ২৫ ১৭:২৯:৪৪
সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ১০% লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০%এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর পুরোটাই নগদ।

আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এর মধ্যে ২০ শতাংশ ছিলো নগদ এবং ১৫ শতাংশ বোনাস। গত বছর কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছিল ৬ টাকা ৬৯ পয়সা। পরে ডাইলুটেড হয়ে যা ৫ টাকা ৮২ পয়সা দাঁড়ায়।

আগের তিন প্রান্তিকের মুনাফার ধারা বিশ্লেষণ এবং ব্যান্ডউইথের বাজার পর্যালোচনার ভিত্তিতে অর্থসূচক বিএসসিসিএলের সম্ভাব্য ইপিএস ও লভ্যাংশ নিয়ে একটি প্রজেকশন দিয়েছিলো। কোম্পানির বাস্তব ইপিএস ওই প্রজেকশনের কাছাকাছি এসেছে।

আগামী ৪ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

(ওএস/এটিআর/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test