E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা

২০২১ ফেব্রুয়ারি ২৭ ১৩:১৫:৩৭
ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা

স্টাফ রিপোর্টার : ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পরিচালক, ওয়ালকার্টের ব্যবস্থাপনা পরিচালক ও ডিজিটাল বিজনেস ট্রান্সফরমেশন পার্সোনালিটি সাবিহা জারিন অরণা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে চ্যানেল আইয়ের কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএ ম কাদের।

এসময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।

অ্যাওয়ার্ড পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবিহা জারিন অরণা বলেন, ‘যদিও ওয়ালটনের একটি ই-কমার্স সাইট আছে, তবু মানুষের কাছে আরও সহজে সেবা দেওয়াই ছিল আমার মূল লক্ষ্য।লক্ষ্য আছে ভবিষ্যতে আরও ভালো কিছু করার। ব্যতিক্রম কিছু সামনে নিয়ে আসার।এক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘চ্যানেল আইকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ।এতে ভবিষ্যতে আরও নতুন কিছু করার স্পৃহা তৈরি হবে সবার মনে।’

অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন—হেলথ কেয়ার প্রফেশনাল ড. সাগুফা আনোয়ার, গোল্ড সিলভারের চেয়ারম্যান ও এমডি ফারুক আহমেদ এবং বিজনেস ইনোভেটর সৈয়দ জালাল আহমদ রুম্মান।

করোনা প্রতিরোধে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন সাইফুল আলম মাসুদ, করোনা প্রতিরোধে তরুণ রাজনৈতিক নেতৃত্ব আরশেদুল আলম বাচ্চু, উদ্ভাবনী ব্যবসায়ীক উদ্যোগের জন্য আলী আকবর হোসেন চৌধুরী, আরিসন হোল্ডিংসের ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান, উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইসমে আরা হানিফ, কবিতা'স মেকআপ অ্যান্ড স্কিন কেয়ারের সালমা সারোয়ার কবিতা, সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এটিএম শোয়েব, সমাজ সেবক হাজী মো. আতিকুর রহমান, শর্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর মারজিয়া মিমি ও নুসান তাসিম, স্পেশাল চাইল্ড কেয়ার পার্সোনালিটি সায়রা নাজনীন আহসান।

বেস্ট অর্গানাইজার ফর ডিফারেন্টলিএবল্ড পার্সন হিসেবে সম্মাননা পেয়েছেন ইম্পেরিয়াল কনসালট্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা।

যেসব প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে সেগুলো হলো-বিডি এনিমেল হেলথ, চালডাল ডটকম এবং কিউকম ডটকম।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test