E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ডিএসইর লেনদেনে সুবাতাস

২০১৪ আগস্ট ২৬ ১৭:০৫:২৩
ডিএসইর লেনদেনে সুবাতাস

স্টাফ রিপোর্টার : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় শেষ হয় লেনদেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৮‘শ কোটি টাকা। যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এদিন ডিএসইতে মোট ৭৯৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ডিএসইতে ৮০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৮৭ কোটি ৬৫ লাখ টাকার বা ১২ দশমিক ৩৯ শতাংশ বেশি শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

বিশ্লেষকদের মতে, গত এক মাস ধরে পুঁজিবাজারে লেনদেন ইতিবাচক ধারায় রয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে। এখন বড় মূলধনী কোম্পানির পাশাপাশি ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। এর ফলে লেনদেন বাড়ছে বলে মনে করেন তারা।


দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। যা টাকার পরিমানে লেনদেন হয়েছে ৭৯৪ কোটি ৯৫ লাখ টাকা।



মঙ্গলবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, এমজেএলবিডি, বিএসআরএম স্টীল, গ্রামীণ ফোন, গোল্ডেন সন, সামিট পাওয়ার লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, ওরিয়ন ফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

এর আগে সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৬৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৭০৭ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে মঙ্গলবার লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৬৫ লাখ টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর। যা টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫২ লাখ টাকা।

এর আগে সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৫৯ লাখ টাকা।

(ওএস/এটিআর/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test