E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে আউটসোসিং কর্মশালায় ৩’শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

২০১৪ আগস্ট ২৮ ১৬:৪৬:২৪
বাগেরহাটে আউটসোসিং কর্মশালায় ৩’শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

বাগেরহাট প্রতিনিধি : আঁখি আক্তার বাগেরহাট সরকারি আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি) কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। কম্পিউটর ও ল্যাপটপের নাম জানা থাকলেও তিনি কখনো হাত দিয়ে ছুয়ে দেখেনি। আউটসোসিং বিষয়ক কর্মশালায় এসে বৃহস্পতিবারই প্রথম ওই ছাত্রী ল্যাপটপের মাউস র্স্পস করলেন।

আব্দুল ওলি নামে একই কলেজের অপর ছাত্রও কর্মশালায় এসে প্রথম জানলেন আউটসোসিংয়ের মাধ্যমে অর্থউপার্জন করা যায়। শুধু ওই দুই ছাত্র-ছাত্রীই নয় জান্নাতুল নাইম ও টুটুল সেখসহ আরো অনেক শিক্ষার্থী কর্মশালায় অংশ নিয়ে আউটসোসিং ও কম্পিউটর শিক্ষার ধারণা নিয়েছেন। এদের মধ্যে অনেকেই তাদের নামে ‘ই-মেইল আইডি’ খুলেছেন। প্রশিক্ষণের পর এখন তাঁরা কম্পিউটর ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে আউটসোসিংয়ের স্বপ্ন দেখছেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে এমন স্বপ্নের কথাই জানালে ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বাগেরহাট সরকারি পিসি কলেজের হলরুমে আউটসোসিং বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দৈনিক কালের কন্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকন্ঠ কুমার মন্ডল। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন, বিআইডিডির চেয়ারম্যান সুব্রত রাহা, ম্যানেজার আবু নাইম, চিফ ফ্যাকাল্টি সৈয়দ তাজুল ইসলাম, কালের কন্ঠের বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, প্রশিক্ষানার্থী আব্দুল ওলি, জান্নাতুল নাইম, মো. টুটুল সেখ ও আঁখি আক্তার।

কর্মশালায় কম্পিউটির, ল্যাবটপ ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে কাজ করে ঘরে বসে বৈদেশিক মুদ্রা উপার্জনের কলাকৌশল বিষয়ে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় ই-মেইল আইডি খোলা, অনলাইনে কাজ পাওয়ার কৌশল ও কাজের অর্থপ্রাপ্তিসহ নানা বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে কলামে শিখানো হয়। দুই শিফটে তিনশতাধিক শিক্ষার্থী কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন। এখানে দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

কর্মশালায় জানানো হয়, যৌথভাবে এ পর্যন্ত দেশের ৩০টি জেলায় প্রায় দশ হাজার শিক্ষার্থীদের আইটসোসিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ প্রশিক্ষণ কর্মসুচি বাস্তবায় করা হবে। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বাছাই করে পরবর্তীতে আরো বেশী সময় নিয়ে আউটসোসিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

(একে/এএস/আগস্ট ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test