E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথম কার্যদিবসে দরপতন; লেনদেন কমেছে ২২ শতাংশ

২০১৪ আগস্ট ৩১ ১৫:১৭:৪২
প্রথম কার্যদিবসে দরপতন; লেনদেন কমেছে ২২ শতাংশ

স্টাফ রিপোর্টার : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দিনশেষে দ্বিতীয় দিনের মতো দর পতন হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের প্রথমভাগে কিছুটা মিশ্র প্রবনতা বিরাজ করে। মূল্য সূচকের পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেনও কমেছে।

দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৭৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৬৩২ কোটি ২১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ১৩৮ কোটি ১৪ লাখ ৮৫ হাজার টাকা বা প্রায় ২২ শতাংশ।

এদিন ডিএসই’র টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ২৬৩ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসই মোট লেনদেনের ৪৬.৬ শতাংশ।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৩ লাখ টাকা। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৫০ লাখ টাকা। সে হিসেবে রবিবার সিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ৩৭ লাখ টাকা।

(ওএস/এটিআর/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test