E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যাপে সরকারিভাবে বোরো চাল কেনা শুরু

২০২১ মে ১২ ১৭:৪৮:৪৩
অ্যাপে সরকারিভাবে বোরো চাল কেনা শুরু

স্টাফ রিপোর্টার : চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারিভাবে অ্যাপে চাল কেনা শুরু হয়েছে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ এর মাধ্যমে খুলনা জেলায় সরকারি চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১২ মে) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়; এটা এখন বাস্তবতা। প্রত্যন্ত গ্রামের কৃষকও এখন এর সুবিধা পাচ্ছেন।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। কৃষকের স্বার্থের কথা চিন্তা করে এবারের বোরো সংগ্রহে ধান-চাল ক্রয়ে ধানকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনোভাবেই কৃষককে হয়রানি করা যাবে না।’

ধান-চাল কেনা কার্যক্রম সফল করতে ইতোমধ্যে ১৩টি নির্দেশনা সব জেলার খাদ্য অফিসে পাঠানো হয়েছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রতিটি জেলার খাদ্য অফিসে প্রেরণ করা হয়েছে। এ বছর কৃষকের কাছ থেকে সরাসরি ৬ লাখ ৫০ হাজার টন ধান ক্রয় করা হবে।’

চালের মান নিয়ে কোনো আপোষ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘চালের মান ঠিক রেখে, সঠিকভাবে শতভাগ সংগ্রহ সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিও অনলাইনের আওতায় নিয়ে আসা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সরকারের সর্বশেষ নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি আনা সম্ভব। ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ এর মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধান এবং মিলাদের নিকট থেকে চাল ক্রয়ের ফলে একদিকে যেমন অল্প সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ধান-চাল সংগ্রহ করা সম্ভব হবে, অপরদিকে খাদ্য বিভাগ, কৃষক এবং মিলারদের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনের মাধ্যমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমে গতি আনা সম্ভব হবে।’

খাদ্য মন্ত্রণালয় জানায়, গত মৌসুমে খুলনা জেলায় ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপসে’র মাধ্যমে মিলারদের নিকট থেকে চাল ক্রয় কার্যক্রম শুরু হয়। খুলনা জেলায় শতভাগ চাল ক্রয় ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সফলতার সঙ্গে সম্পন্ন হয়। ফলে এবছর দেশের বিভিন্ন স্থানে অ্যাপস ব্যবহার করে চাল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তা, খুলনা জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, খুলনা জেলার কৃষক ও মিলমালিক প্রতিনিধি, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের কর্মকর্তারা।

(ওএস/এসপি/মে ১২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test