E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রমিকদের ভালো রেখেই দেশকে এগিয়ে নিতে হবে : শিল্পমন্ত্রী

২০২১ জুন ০১ ১৫:৫৮:২১
শ্রমিকদের ভালো রেখেই দেশকে এগিয়ে নিতে হবে : শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘শ্রমিকদের ভালো রেখেই দেশকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদের সেফটি সিকিউরিটি ও ইকনোমি নিশ্চিত করতে হবে। শ্রমিক ছাড়া মালিক থাকবে না, মালিকদেরকে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উদার মানসিকতা থাকতে হবে।’

উন্নয়ন সমন্বয় এবং কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘কর্মক্ষেত্রে হয়রানি নিরসন এবং আইএলও কনভেনশন ১৯০: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে শিল্পমন্ত্রী সোমবার (৩১ মে) এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ড. আতিউর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাহান খান এবং মেহের আফরোজ চুমকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের পরিচালক হুমায়রা আজিজ।

শিল্পমন্ত্রী বলেন, ‘সরকার নারী শ্রমিকদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে আসছে এবং নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আইএলও কনভেনশন অনুযায়ী আমরা শিল্প কারখানাসহ সবক্ষেত্রেই শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছি। কর্মক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা, সুরক্ষা এবং হয়রানি নিরসন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিশেষ করে কল কারখানায় নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে বর্তমান সরকার এবং আমাদের মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নারী ক্ষমতায়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।’

(ওএস/এসপি/জুন ০১, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test