E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৬১ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

২০২১ জুলাই ০৭ ১৪:২৬:৫৭
৬১ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : সরকারি কঠোর বিধি-নিষেধকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে দেশব্যাপী বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৬১ প্রতিষ্ঠানকে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) দিনব্যাপী অভিযানে এসব জরিমানা করা হয়। এদিন ঢাকা মহানগরীর বিভিন্ন বাজার, সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান ছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, চিনি, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৬১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ১৩ হাজার ২০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা সরকারি কঠোর বিধিনিষেধকালে বজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং সরকার নির্দেশিত প্রক্রিয়ায় বাজারে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়ীদের উদাত্ত আহ্বান জানান।

এছাড়া তিনি স্বাস্থ্যবিধি মেনে নিত্যপণ্য ক্রয়- বিক্রয় করতে ভোক্তা ও ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test