E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পণ্য খালাস সহজ করতে চট্টগ্রাম কাস্টমসকে বিজিএমইএ’র অনুরোধ

২০২১ আগস্ট ১৮ ০৯:৪২:০৩
পণ্য খালাস সহজ করতে চট্টগ্রাম কাস্টমসকে বিজিএমইএ’র অনুরোধ

স্টাফ রিপোর্টার : আমদানি করা পণ্য দ্রুত খালাস করার জন্য প্রক্রিয়া সহজ করতে চট্টগ্রাম কাস্টম হাউসকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (১৭ আগস্ট) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলমের সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ আনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, কোভিড-১৯ মহামারিজনিত ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের পোশাকশিল্প এখনও সংগ্রাম করে চলেছে। পোশাকশিল্পের এই ক্ষতি পুষিয়ে ওঠা ও সর্বোপরি বিশ্ব বাজারে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের সহযোগিতা অত্যন্ত জরুরি।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, কোভিড-১৯ মহামারির কারণে ইতোমধ্যে অনেক তৈরি পোশাক প্রতিষ্ঠানের রপ্তানি আদেশ বাতিল বা স্থগিত হয়েছে। এ পরিস্থিতিতে শিল্পকে টিকিয়ে রাখার জন্য ক্রেতাদের আস্থা ধরে রাখা ও রপ্তানি আদেশ অনুযায়ী নির্ধারিত লিড টাইমের মধ্যে রপ্তানির লক্ষ্যে আমদানিকৃত পণ্য (কাঁচামাল) চালান দ্রুত খালাস করা আবশ্যক।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক, কাস্টম হাউস, চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার ড. আবু নুর রাশেদ, মোহাম্মদ শফি উদ্দিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test