E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাস্টফুডের নতুন চেইন ‘ফ্রাই বাকেট’র যাত্রা শুরু

২০২১ আগস্ট ১৯ ১৪:৪৫:০৬
ফাস্টফুডের নতুন চেইন ‘ফ্রাই বাকেট’র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : ফাস্টফুড প্রেমীদের জন্য এবার যাত্রা শুরু করলো নতুন রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’। ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের মজাদার খাবার নিয়ে এ ব্র্যান্ডটি এনেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

বৃহস্পতিবার ‘ফ্রাই বাকেট’র প্রথম শোরুমটি চালু করা হয় রাজধানীর ধানমন্ডিতে। দুপুর ১২টায় সাতমসজিদ রোডের নিলু স্কয়ারে শোরুমটি উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

এ সময় তিনি বলেন, বিশ্বের নামিদামি ফাস্টফুড ব্র্যান্ডের কাতারে নিজেদের প্রতিষ্ঠিত করতে এ রিটেইল চেইনটি বাজারে আনা হয়েছে। এই ব্র্যান্ডটি দেশের ক্রমবর্ধমান পোল্ট্রিশিল্পে ভ্যালুএড করবে। আমরা শতাধিক আউটলেট করার পরিকল্পনা করেছি। তাতে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

তিনি বলেন, দেশে এখন ফাস্টফুড ও বিনোদন প্রেমীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশ্বের অনেক ফাস্টফুড ব্র্যান্ড বাংলাদেশে ভালো করছে। আমরা বিশ্বাস করি ‘ফ্রাই বাকেট’ ব্র্যান্ডটি খুব শিগগিরই জনপ্রিয়তা পাবে।

তিনি আরও বলেন, ফাস্টফুড ভক্তরা যেন ফ্রাই বাকেট থেকে সর্বোচ্চ সেবা ও গুণগতমানের পণ্য পেতে পারেন সে জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ভক্তদের ভালোবাসা প্রাণের বিভিন্ন প্রতিষ্ঠানকে এতদূর নিয়ে এসেছে। তাদের সঙ্গে নিয়ে আমরা অনেক পথ পাড়ি দেব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফ্রাই বাকেটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল, জেনারেল ম্যানেজার (বিপণন) মনিরুল ইসলাম, সিনিয়র ব্রান্ড ম্যানেজার বোরহান উদ্দিন ও প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ওএস/এসপি/আগস্ট ১৯, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test