E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্থের নিরাপত্তা না থাকলে কোনো বিনিয়োগকারী আসবে না

২০২১ সেপ্টেম্বর ০৪ ১৫:২৮:২১
অর্থের নিরাপত্তা না থাকলে কোনো বিনিয়োগকারী আসবে না

স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, ‘যেখানে বিনিয়োগকারীদের সুরক্ষা নেই, সেখানে কেউ আসবে না।’

শনিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ট্রেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে ডিএসইর নিকুঞ্জ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘আমরা শেয়ারবাজারকে একটা উচ্চতায় নিয়ে যেতে চাই, যে উচ্চতা বাংলাদেশের শেয়ারবাজার ডিজার্ভ করে।’

এসময় তিনি বলেন, ‘অনেকে না বুঝে শেয়ারবাজারকে অনুৎপাদনশীল খাত বলে। আমরা যে প্রাইমারি ও বন্ড মার্কেটের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও বিভিন্ন রকমের সহযোগিতা করে উৎপাদনশীল খাতগুলোর কার্যক্রমে সহযোগিতা করছি, তাদের দেশ থেকে দেশান্তরে এবং দেশের ভেতরে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করছি, সবই তো উৎপাদশীল খাতে যাচ্ছে। তাহলে এখানে এ কথাগুলো কেন আসছে?’

‘যাই হোক, আমরা আমাদের কাজ করে যাবো। আমাদের যেটুকু সময় আছে বিবেকের কাছে জবাবদিহি করে কাজ করে যাবো। কেউ যদি বাধা দেয়ায় চেষ্টা করে, সমালোচনা করে, না বুঝে কিছু বলে- সেদিকে কর্ণপাত করে আমরা সময় নষ্ট করবো না’- বলেন বিএসইসি চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীর সুরক্ষা যেখানে নেই, সেখানে কেউ আসবে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ (ব্রোকারেজ হাউস ও ট্রেকহোল্ডার), আপনাকে বিশ্বাস করে, আপনার কাছে যারা তাদের অনেক কষ্টের সম্পদ-সঞ্চয় দিয়ে যাচ্ছে, তাদের সম্পদ রক্ষা করবেন।’

অধ্যাপক শিবলী বলেন, ‘আমাদের ক্যাপিটাল মার্কেট খুবই বিজনেস ফ্রেন্ডলি। শুধু দু-একটা প্রতিষ্ঠান আছে, যারা নিয়মকানুন মানতে চায় না।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি মানুষকে সুরক্ষা দিতে পারেন, ভালো রিটার্ন দিতে পারেন, মানুষ যদি আপনার কাছে আস্থা, সম্মান ও বিশ্বাস পায়, তাহলে মানুষ কেন আসবে না? আপনার কাছে রিটার্ন তো বেশি পাচ্ছে। সুতরাং আপনার মার্কেট অনেক বড় এবং আপনার মার্কেটই হবে দেশের অর্থনীতির চালিকা শক্তি।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test