E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৩ প্রতিষ্ঠান পেলো শীর্ষ করদাতার সম্মাননা

২০২১ সেপ্টেম্বর ১৪ ১৫:০৯:৪৪
৩৩ প্রতিষ্ঠান পেলো শীর্ষ করদাতার সম্মাননা

স্টাফ রিপোর্টার : ৬ খাতে ৩৩টি প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতার সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ব্যাংকিং খাতে সম্মাননা পেয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক বাংলাদেশ ব্রাঞ্চ, এইচএসবিসি বাংলাদেশ, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

সেবা ও অন্যান্য খাতে- গ্রামীন ফোন লিমিটেড, এম জে এল বাংলাদেশ লিমিটেড ও শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড।

নন-ব্যাংকিং খাতে- আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

বীমা খাতে- আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ও জীবন বীমা করপোরেশন।

উৎসকর কর্তনকারী প্রতিষ্ঠান- বাংলাদেশ ব্যাংক, গ্রামীন ফোন লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ম্যানুফ্যাকচারিং খাতে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স লিমিটেড, উত্তরা অটোমোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এতে উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test