E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যবসা প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতায় সিএসআর পরিচালনা করছে

২০১৪ মার্চ ১২ ১৪:১১:১৩
ব্যবসা প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতায় সিএসআর পরিচালনা করছে

স্টাফ রির্পোটার, ঢাকা : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এখন সামাজিক দায়বদ্ধতা হিসেবে সিএসআর কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক (বিবি) ২০০৮ সালে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) কার্যক্রমে অংশগ্রহণ ও উৎসাহিত করার লক্ষ্যে নীতিমালা জারি করে। সেই থেকে প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় মোকাবেলায় এবং সমাজের দুর্বলতর জনগোষ্ঠীর অগ্রযাত্রার সুযোগ বিকাশে ব্যাংকিং ও আর্থিক খাতে বহুমুখী কার্যক্রম সক্রিয় করা সম্ভব হয়েছে। গভর্নর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ হতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহায়তার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও চেক হন্তান্তর অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি প্রতিষ্ঠান হলেও যেহেতু প্রতি বছর কিছু পরিচালন মুনাফা করে, তাই এ মুনাফা থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগ মোকাবেলায় একটি তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এই তহবিলে বাংলাদেশ ব্যাংকের মুনাফা থেকে প্রতি বছর ৫ কোটি টাকা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের অর্থ দিয়ে শুরু করা হলেও ভবিষ্যতে এ তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও অংশগ্রহণ করতে পারবে। আজ এ তহবিলের আওতায় ফায়ার সার্ভিস, ঢাকা মেডিক্যাল কলেজসহ মোট ৯টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং তাদের মাঝে চেক হন্তান্তর করা হয়। ফায়ার সার্ভিসকে তাদের কার্যক্রম প্ররিচালনার জন্য ১ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। আতিউর রহমান বলেন, আজ যেসব প্রতিষ্ঠানের সক্ষতা বাড়ানোর কাজে বাংলাদেশ ব্যাংক এগিয়ে এসেছে, ভবিষ্যতেও বাংলাদেশ ব্যাংক তাদের পাশে থাকবে।

(ওএস/এইচ/মার্চ ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test