E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মূল্য কমিশন হলে ব্যবসায়ীদের অতিলোভের প্রবণতা কমবে : খাদ্যমন্ত্রী

২০২১ সেপ্টেম্বর ৩০ ১৭:৫৬:৩১
মূল্য কমিশন হলে ব্যবসায়ীদের অতিলোভের প্রবণতা কমবে : খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রাইস কমিশন (মূল্য কমিশন) গঠন করার তাগিদ দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, মূল্য কমিশন হলে ব্যবসায়ীদের অতিলোভের প্রবণতা কমবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত ‘খাদ্য উৎপাদন, আমদানি এবং বাজার পরিস্থিতি: প্রেক্ষিত খাদ্য অধিকার’ শীর্ষক এ ওয়েবিনার হয়।

মন্ত্রী বলেন, চালের মূল্য নিয়ন্ত্রণে সরকার ধান মজুত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সারাদেশে ২০০ সাইলো নির্মাণ ছাড়াও খাদ্যগুদামগুলো মেরামত করে এ সক্ষমতা বৃদ্ধি করা হবে।

কৃষক ও ভোক্তার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রাইস কমিশন (মূল্য কমিশন) গঠনের তাগিদ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের মুনাফার প্রতি অতিলোভের কারণে মাঝে মধ্যেই মূল্যবৃদ্ধি ঘটে। মূল্য কমিশন গঠন করা হলে ব্যবসায়ীদের এ প্রবণতা কমে যাবে। অবৈধ মজুতদারদের কারসাজি রোধে বিদেশ থেকে চাল আমদানি করা হয়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাজার মনিটরিংয়ের প্রধান ভূমিকা পালন করে বাণিজ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ও মনিটরিং করে থাকে। খাদ্য মন্ত্রণালয়ের মূল ভূমিকা সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা এবং খাদ্য সরবরাহ সচল রাখা, বিশেষত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ক্ষেত্রে।

অবৈধ মজুত করলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনে, মধ্যস্বত্বভোগীদের খাদ্য গুদামে প্রবেশাধিকার নেই। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মরোধে ফুড গ্রেড লাইসেন্স দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্যমন্ত্রী বলেন, ন্যায্যমূল্য পাওয়া কৃষকের অধিকার। কৃষিখাতকে ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষকরা অ্যাপ ব্যবহার করছে। সবাইকে অ্যাপের আওতায় আনা গেলে উৎপাদনের সঠিক তথ্য পাওয়া যাবে এবং বাজার নিয়ন্ত্রণেও তা সহায়ক হবে।

গত দুই বছর কৃষক ধানের ন্যায্যমূল্য পেয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব, এ সরকারের সময়ে কৃষি গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

খাদ্য অধিকার বাংলাদেশ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর এবং ইউএনডিপি বাংলাদেশের দেশীয় অর্থনীতিবিদ নাজনীন আহমেদ।

ভার্চুয়াল এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী ওয়েবিনার সঞ্চালনা করেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test