E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হবিগঞ্জ এগ্রোসহ ৩০ প্রতিষ্ঠান পাচ্ছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

২০২১ নভেম্বর ০১ ১৭:১২:৫৭
হবিগঞ্জ এগ্রোসহ ৩০ প্রতিষ্ঠান পাচ্ছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ এগ্রো লিমিটেডসহ ৩০ প্রতিষ্ঠান ও কারখানা পাচ্ছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’। আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করবেন। দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে এ অ্যাওয়ার্ড।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ অ্যাওয়ার্ড দিচ্ছে। এখন থেকে প্রতি বছর এটা প্রদান করা হবে।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে অ্যাওয়ার্ড পাচ্ছে যে প্রতিষ্ঠান

এবার খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে তিনটি প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড পাচ্ছে। এগুলো হলো- হবিগঞ্জ এগ্রো লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড।

তৈরি পোশাক খাত

এ খাতে প্রথমবারের মতো ১৫ কারখানা অ্যাওয়ার্ড পাচ্ছে। কারখানাগুলো হলো- রেমি হোল্ডিংস লিমিটেড, তারাসিমা অ্যাপারেলস লিমিটেড, প্লামি ফ্যাশনস লিমিটেড, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, করণী নিট কম্পোজিট লিমিটেড, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল (প্রা.) লিমিটেড (ক্যানপার্ক ইউনিট-২), গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, উইসডম অ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড, স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড এবং অকো-টেক্স লিমিটেড।

চা শিল্পে ৪টি প্রতিষ্ঠান

চা শিল্পে চারটি প্রতিষ্ঠান হলো- গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা কারখানা ও নেপচুন চা বাগান।

চামড়াজাতপণ্য খাতে দুটি কারখানা- এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং এডিসন ফুটওয়্যার লিমিটেড গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে।

প্লাস্টিক খাতে তিন প্রতিষ্ঠান- বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেড পাচ্ছে অ্যাওয়ার্ড।

ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড।

কয়েকটি মাপকাঠি সামনে রেখে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এগুলো হলো- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন ও উদ্ভাবনী কার্যক্রম। এসব বিবেচনায় ছয়টি খাতের শিল্পকারখানাকে এবার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test