E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের কর্মশালা

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১৬:০৯:০৮
নাটোরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের কর্মশালা

নাটোর প্রতিনিধি : আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত ও শ্রম নির্ভর অর্থনীতিকে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রপান্তর করতে সরকারি উদ্যোগে ৫৫ হাজার শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং পেশায় উন্নত ও সময়পোযোগী প্রশিক্ষণ দেওয়া হবে। বৃহস্পতিবার নাটোরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ক্রিয়েটিভ আইটি লিমিটেড এই কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক কামাল উদ্দিন আহমেদ বলেন, দেশে ইতিমধ্যে সাড়ে ১৪ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এসব ট্রেনিং সম্পন্নকারীদের মধ্যে ৮ হাজার সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ফ্রিল্যান্সিংয়ের জড়িত এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এজন্য দেশে বেকার সমস্যার কিছুটা হলেও সমাধান হয়েছে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-প্রকল্প পরিচালক জেহসান ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আহাদ আলী সরকার, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর প্রেসক্লাবের সভাপতি রনেন রায়, দিঘাপতিয়া এমকে অর্নাস কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ক্রিয়েটিভ আইটি লিমিেিটডের ম্যানেজিং ডিরেক্টর মনির হোসেন প্রমুখ।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহজন দুই শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। এই কর্মশালায় তিনটি স্তরে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন ও ২ডি এবং ৩ডি এ্যানিমেশন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)


পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test