E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারও অর্থনীতি সমিতির সভাপতি বারকাত সম্পাদক আইনুল

২০২১ ডিসেম্বর ২৬ ১৮:০৩:২৬
আবারও অর্থনীতি সমিতির সভাপতি বারকাত সম্পাদক আইনুল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২১তম দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়।

নির্বাচনে অধ্যাপক ড. আবুল বারকাত ও অধ্যাপক ড. আইনুল ইসলামের প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টিতে জয় পেয়েছে। নতুন কমিটি আগামী দুুই বছর (২০২২-২০২৩) দায়িত্ব পালন করবে।

রবিবার সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. আবুল বারকাত, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. আইনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে এ জেড এম সালেহ্ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পাঁচজন যথাক্রমে অধ্যাপক হান্নানা বেগম, ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, মো. মোস্তাফিজুর রহমান সরদার এবং ড. মো. সাইদুর রহমান।

যুগ্ম-সম্পাদক দুজন হলেন বদরুল মুনির ও শেখ আলী আহমেদ টুটুল। সহ-সম্পাদক পদে জয়ীরা হলেন পার্থ সারথী ঘোষ, মনছুর এম. ওয়াই. চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন ও মো. হাবিবুল ইসলাম।

১৪ জন সদস্য হলেন ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ, অধ্যাপক ড. জহিরুল ইসলাম সিকদার, ড. মো. সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক শাহানারা বেগম, ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মো. মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, খোরশেদুল আলম কাদেরী, নেছার আহমেদ, মোহাম্মদ আকবর কবীর এবং মো. আখতারুজ্জামান খান।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test