E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সনদ না থাকায় আমানা বিগ বাজারকে দেড় লাখ টাকা জরিমানা

২০২২ জানুয়ারি ০৬ ১৭:৩৬:৪৪
সনদ না থাকায় আমানা বিগ বাজারকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন এবং ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় আমানা বিগ বাজারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আমানা বিগ বাজারের উত্তরার আউটলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উত্তরা নর্থ টাওয়ারে প্রতিষ্ঠানটির ঘরণী ব্রান্ডের হলুদগুড়া, জিরাগুড়া, ধনিয়াগুড়া, মেমোরি চিড়াভাজা, আমানা ব্রান্ডের মিক্সড ডাল, বিপিএম খেসারির ডাল, দিগন্ত বাদাম, কাঠ বাদাম, লবঙ্গ, আমানা এলাচ, দিগন্ত এলাচ, মেমোরি মোনেক্কা, বিডি লাচ্চা সেমাই, কাজী ফার্মস কিচেন ব্রান্ডের ড্রাই ফিস পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ পাওয়া যায়নি।

এছাড়া প্রতিষ্ঠানে ব্যবহৃত চারটি ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জানুয়ারি ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test