E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৩৪ কোটি টাকায় পদ্মায় ক্রস বাঁধ নির্মাণ ও বনায়ন করবে সরকার

২০২২ জানুয়ারি ৩০ ১৮:৩৯:৩৫
২৩৪ কোটি টাকায় পদ্মায় ক্রস বাঁধ নির্মাণ ও বনায়ন করবে সরকার

স্টাফ রিপোর্টার : ২৩৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে পদ্মা নদীতে ১১ হাজার ৮০ মিটার খননসহ ড্রেজিং উপকরণ ব্যবহার করে ক্রস বাঁধ নির্মাণ, রক্ষা ও ক্রস বাঁধে বনায়ন করবে সরকার।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আজ অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটির তিনটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের ৭টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ৩টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, জননিরাপত্তা বিভাগের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাবনা ছিল।

তিনি জানান, কমিটির অনুমোদিত ১৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৮৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৬৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৪৪৯ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৮৮১ টাকা এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ থেকে আসবে ৯৩৭ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৮৩ টাকা।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সাতটি ক্রয় প্রস্তাব:

১. পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১২৮০ মিটার পদ্মা নদী খনন কাজ, ড্রেজিং মেটারিয়েলস ব্যবহার করে নদীতে ক্রস বাঁধ নির্মাণসহ রক্ষা, ক্রস বাঁধে বনায়ন ইত্যাদি পূর্ত কাজ জয়েন্ট ভেঞ্চার অব (১) ভিসিপিএল, (২) এইচটবি এবং (৩) এসআর এর নিকট থেকে ৩৪ কোটি ৫১ লাখ ৭১ হাজার ১৮১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

২. পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১৫০০ মিটার পদ্মা নদী খনন কাজ জয়েন্ট ভেঞ্চার অব (১) ওয়াহিদ কনসট্রাকশন লিমিটেড এবং (২) ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডিং লিমিটেড এর নিকট থেকে ৩২ কোটি ১৭ লাখ ১ হাজার ২৩৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

৩. পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১২০০ মিটার পদ্মা নদী খনন কাজ, ড্রেজিং মেটারিয়েলস ব্যবহার করে নদীতে ক্রস বাঁধ নির্মাণসহ রক্ষা, ক্রস বাঁধে বনায়ন ইত্যাদি কাজ ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডিং লিমিটেডের নিকট থেকে ৩৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ৪৪৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

৪. পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১১০০ মিটার পদ্মা নদী খনন কাজ বঙ্গ ড্রেডজারস লিমিটেড এর নিকট থেকে ৩২ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৪৪৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

৫. পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১৫৮০ মিটার পদ্মা নদী খনন কাজ, ড্রেজিং মেটারিয়েলস ব্যবহার করে নদীতে ক্রস বাঁধ নির্মাণসহ রক্ষা, ক্রস বাঁধে বনায়ন ইত্যাদি কাজ ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডিং লিমিটেডের কাছ থেকে ৩৫ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ২৩৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

৬. পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১৭০০ মিটার পদ্মা নদী খনন কাজ, ড্রেজিং মেটারিয়েলস ব্যবহার করে নদীতে ক্রস বাঁধ নির্মাণসহ রক্ষা, ক্রস বাঁধে বনায়ন ইত্যাদি পূর্ত কাজ বঙ্গ ড্রেডজারস লিমিটেডের কাছ থেকে ৩৪ কোটি ৫৮ লাখ ৯১৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

৭. পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ২,৮২০ মিটার পদ্মা নদী খনন কাজ, ড্রেজিং মেটারিয়েলস ব্যবহার করে নদীতে ক্রস বাঁধ নির্মাণসহ রক্ষা, ক্রস বাঁধে বনায়ন ইত্যাদি পূর্ত কাজ জয়েন্ট ভেঞ্চার অব (১) এআরসি, (২) এডিএল এবং (৩) ইউআই এর কাছ থেকে ৩১ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৫৮৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test