E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপ্লাই চেইনে ভারতকে ১২৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

২০২২ এপ্রিল ০৮ ১৭:৪৩:২৬
সাপ্লাই চেইনে ভারতকে ১২৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

স্টাফ রিপোর্টার : পণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখতে প্রথমবারের মতো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ভারতের সঙ্গে ১৫ কোটি ডলারের (১ হাজার ২৭৫ কোটি টাকা) ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (০৮ এপ্রিল) এডিবির প্রধান কার্যালয় ম্যানিলায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের এক্সিস ব্যাংকের মাধ্যমে এই ঋণের অর্থ ব্যবহার করা হবে।

ভারতে এই টাকায় ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগের পরিবেশগত এবং সামাজিক পরিবেশ সৃষ্টি হবে। পাশাপাশি উদ্যোক্তাদের বাণিজ্যে অংশগ্রহণ সহজ হবে।

এ বিষয়ে এডিবি’র ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স হেড স্টিভেন বেক বলেন, ভারতে প্রথম এডিবি’র সাপ্লাই চেইন ফাইন্যান্স লেনদেন ও এক্সিস ব্যাংকের সঙ্গে অংশীদারি হতে পেরে আমরা খুশি। এই অর্থায়ন এই অঞ্চলে টেকসই সাপ্লাই চেইন সম্পন্ন করার ক্ষেত্রে অবদান রাখবে।

তিনি আরও বলেন, ভারতে আমাদের সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের সম্প্রসারণ পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক অগ্রাধিকারগুলোকে সমর্থন করে। ব্যবসায়িক সম্প্রসারণের স্বার্থে ঋণটি দারুণ অবদান রাখবে।

অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অমিতাভ চৌধুরী বলেন, আমরা সহজলভ্য তহবিলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য পরিবেশকে সমর্থন করে যাচ্ছি। আমাদের কর্পোরেট/এসএমই গ্রাহকদের উদ্ভাবনী আর্থিক পণ্য ও উপযোগী ঋণের সমাধানের মাধ্যমে তাদের সব ব্যবসায়িক প্রয়োজনে আমরা সাহায্য করতে বদ্ধপরিকর।

‘আমরা সামগ্রিক আর্থিক পরিষেবা দিতে আগ্রহী। এডিবি’র সঙ্গে সাপ্লাই চেইন ফাইন্যান্সিং প্রোগ্রাম থেকে প্রাপ্ত সক্ষমতা আমাদের প্রস্তাবগুলোকে আরও জোরদার করবে এবং একটি সত্যিকারের সার্বজনীন ব্যাংক হিসেবে আমাদের ঘাঁটিকে আরও শক্তিশালী করবে।’

উল্লেখ্য, এক্সিস ব্যাংক ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক। এটি এসএমই, বড় ও মধ্য-কর্পোরেট, কৃষি এবং খুচরা ব্যবসা সেক্টরে অর্থায়ন করে থাকে। ভারতজুড়ে ব্যাংকটির চার হাজার ৭০০টি শাখা ও ১১ হাজার ৬০টি এটিএম ২ হাজার ৬৬৫টি কেন্দ্রে ছড়িয়ে রয়েছে।

এডিবি ও এক্সিস ব্যাংকের ক্রেডিট রেটিং মূলত বাণিজ্য সহায়তায় ব্যবহৃত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগর জুড়ে আমদানি ও রপ্তানির সুযোগ তৈরিতে এডিবির এই ঋণটি অবদান রাখবে বলে মত বিশেষজ্ঞদের।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test