E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দু-একদিনের মধ্যে অকটেন-পেট্রল সরবরাহ স্বাভাবিক হবে’

২০২২ মে ১০ ০০:১৮:০০
‘দু-একদিনের মধ্যে অকটেন-পেট্রল সরবরাহ স্বাভাবিক হবে’

স্টাফ রিপোর্টার : দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত ৭ ও ৮ মে উত্তরাঞ্চলের বেশকিছু পাম্পে তেল সংকট- এমন খবর প্রকাশের পর রবিবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিপিসি।

বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, বিপিসির আওতাধীন তেল বিপণন কোম্পানির মাধ্যমে সারাদেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রয়েছে। বর্তমানে দেশে অকটেন ও পেট্রলের পর্যাপ্ত মজুত রয়েছে।

বিপিসি বলছে, ৮ মে পর্যন্ত সারাদেশে অকটেনের মোট মজুত প্রায় ১৯ হাজার ১৪৯ মেট্রিক টন ও পেট্রল ১৯ হাজার ৩৯৬ মেট্রিক টন। দেশে জ্বালানি তেলের চাহিদা পূরণের লক্ষ্যে মে ও জুনে ৫০ হাজার টন করে এক লাখ মেট্রিক টন অকটেন আমদানির সূচি চূড়ান্ত করা হয়েছে। বর্তমান মজুত আমদানি পরিকল্পনা এবং দেশীয় উৎপাদন দ্বারা এই চাহিদা পূরণ করা সম্ভব।

এতে আরও বলা হয়, খুলনার দৌলতপুর থেকে পার্বতীপুর ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে রংপুরে জ্বালানি তেল সরবরাহ করা হয়। দেশে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনে প্রাধান্য দেওয়ায় ইঞ্জিন স্বল্পতার কারণে এসব ডিপোতে অকটেন ও পেট্রল সরবরাহে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্ব হয়েছে।

তবে ইতোমধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন ফিলিং স্টেশনের অনুকূলে অকটেন ও পেট্রল চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। আগামী দু-একদিনের মধ্যে সারাদেশে অকটেন ও পেট্রল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। তাছাড়া ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।

বিপিসির পক্ষ থেকে জানানো হয়, তেল সংকটের কথা বলে অসাধু কার্যক্রম গ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

(ওএস/এএস/মে ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test