E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যুক্তরাষ্ট্রের মানুষও আমাদের ডিজিটাল সিস্টেম দেখে অবাক’

২০২২ মে ১৪ ১৬:২২:১৭
‘যুক্তরাষ্ট্রের মানুষও আমাদের ডিজিটাল সিস্টেম দেখে অবাক’

স্টাফ রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের ডিজিটাল সিস্টেম কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের লোকজনও আমাদের ডিজিটাল টাকা পয়সা লেনদেন দেখে অবাক। তারা বলেন সেখানে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে টাকা লেনদেন করা যায় না। আমাদের গ্রামে-গঞ্জে স্বল্প শিক্ষিত মানুষের কাছেও অনেক সহজেই ডিজিটালি টাকা ট্রান্সফার হচ্ছে।

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলা হচ্ছে। এরকম কিছুই হবে না।

শনিবার (১৪ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন গোলটেবিল আলোচনার আয়োজন করে।

এম এ মান্নান বলেন, যত ধরনের পরিসংখ্যান প্রয়োজন সব কিছু আপনাদের সামনে আমরা দেবো। আপনারা বাছবিচার করে দেখবেন যে আমাদের কী ঘাটতি আছে। যদি ঘাটতি না থাকে তাহলে আমাদের কাজ করতে দিন। রাজনৈতিক অস্থিরতা তৈরি করবেন না। সেটা তৈরি হলে আমরা আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হবো।

‘ইউক্রেন, কোভিড, শ্রীলঙ্কা, চায়না লোন, বিশ্বব্যাংক এসব বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এসব আমাদের পরিচিত। রাজনৈতিকভাবে এই অঞ্চলে আমরা সবচেয়ে স্থিতিশীল পরিবেশে আছি। এই অঞ্চলের নেপাল, মিয়ানমার এবং মালয়েশিয়াসহ অনেক দেশ থেকে আমরা স্থিতিশীল পরিস্থিতিতে আছি।’

শ্রমিকরা তার পুরো প্রাপ্য মজুরি পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি শ্রমিকদের পুরো পাওনা দেওয়া হচ্ছে না। তবুও যদি শ্রমিকদের প্রাপ্যটা যাতে আরেকটু ন্যায্য, প্রাপ্যতা ও হকভিত্তিক করা যায়, সেটা আমরা চেষ্টা করবো।

স্বাস্থ্য খাতে আমাদের অনেক বড় কৃতিত্ব অর্জন হয়েছে। ১২১টি দেশের মধ্যে আমরা পঞ্চম স্থানে রয়েছি। কোভিড ম্যানেজমেন্টে বাংলাদেশের অর্জন অনেক বড়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত দেশ হয়েও সেখানে হিমশিম খেয়েছে। এই অঞ্চলের আটটি দেশের মাঝে আমরা প্রথম হয়েছি। যেখানে ভারত, পাকিস্তান আমাদের কাছেও নেই।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র কার্যকরী সভাপতি মো. হাতেম, সিপিডির পরিচালক গোলাম মোয়াজ্জেম, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ।

(ওএস/এসপি/মে ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test