E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘উৎপাদনশীলতার গতি আরো বাড়াতে হবে’

২০১৪ অক্টোবর ০২ ১৭:৪৩:১৯
‘উৎপাদনশীলতার গতি আরো বাড়াতে হবে’

স্টাফ রিপোর্টার : ধারাবাহিক উৎপাদনশীলতার গতি আরো বাড়াতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার সকালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে একথা বলেন তিনি। 'টেকসই উন্নয়নের জন্য ধারাবাহিক উৎপাদনশীলতা' শীর্ষক সেমিনারের আয়োজন করে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন।

এর আগে দিবসটি উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ওসমানী মিলনায়তন থেকে বের হয়। পরে র‌্যালিটি জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়।

শিল্পমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ হচ্ছে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া। এ জন্য ধারাবাহিক উৎপাদনশীলতার গতিকে আরো বাড়াতে হবে। তাই শুধু বড় বড় নয়, ছোট ছোট কারখানা গড়ে তোলার জন্য মনোনিবেশ করতে হবে।

আমু বলেন, সরকারের প্রচেষ্টায় এখন দেশে দ্রুত গতিতে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠছে।

তিনি বলেন, পাকিস্তান শুরুর সময় মাত্র ৩ কোটি মানুষের এই দেশেও খাদ্য ঘাটতি হত। আর আজ ১৬ কোটি মানুষকে খাইয়ে বিদেশে চাল রফতানি করা হচ্ছে।

তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালে উন্নত শিল্পসমৃদ্ধ দেশে পরিণত করার জন্য সরকার সবই করছে।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test