E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিশন নিয়ে এলো ‘স্পেশাল এডিশন ওয়াটার পিউরিফায়ার’

২০২২ জুলাই ০৬ ১৭:৪৫:৪৬
ভিশন নিয়ে এলো ‘স্পেশাল এডিশন ওয়াটার পিউরিফায়ার’

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর ইলেকট্রনিকস ব্র্যান্ড ভিশন বাজারে নিয়ে এসেছে রিভার্স অসমোসিস প্রযুক্তির ‘স্পেশাল এডিশন ওয়াটার পিউরিফায়ার’। সম্প্রতি আরএফএল-এর প্রধান কার্যালয়ে এ নতুন ওয়াটার পিউরিফায়ারের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

ভিশনের নতুন এ পিউরিফায়ারের সর্বোচ্চ খুচরা মূল্য ৭ হাজার ৯০০ টাকা। ভিশন এম্পোরিয়াম, ভিশন এক্সক্লুসিভ, আরএফএল বেস্ট বাইসহ অনুমোদিত ডিলারের মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে ওয়াটার পিউরিফায়ারটি।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পানের কোনো বিকল্প নেই। বিশুদ্ধ পানির অভাবে দেশে পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দেয়। পানিশোধন যন্ত্র বিশুদ্ধ পানি জোগানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আরএফএল গ্রুপ সব সময় মানুষের প্রয়োজন অনুযায়ী তাদের সামর্থ্যের ভেতর মানসম্পন্ন পণ্য বাজারে আনে। বর্তমানে বাজারে ওয়াটার পিউরিফায়ারের ব্যাপক চাহিদা রয়েছে। সে চাহিদাকে বিবেচনা করে আমরা বাজারে এনেছি সাশ্রয়ী মূল্যের এ ওয়াটার পিউরিফায়ার।

ভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা মো. নুর আলম বলেন, এ ওয়াটার পিউরিফায়ারে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সর্বশেষ পানি বিশুদ্ধকরণ রিভার্স অসমোসিস প্রযুক্তি যা দেবে পরিপূর্ণ বিশুদ্ধ পানির নিশ্চয়তা। ভিশনের বিশেষ সংস্করণের এ পানিশোধন যন্ত্রটি প্রতি ঘণ্টায় ১৫ লিটার পানি পরিশোধিত করে এবং কার্টিজ পরিবর্তনে ৬০০০ লিটার বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেয়। শুধু তাই নয়, এর ওয়াটার চেম্বারটি ৪ লিটার পর্যন্ত পানি ধারণ করতে পারে।

অনুষ্ঠানে ভিশনের হেড অব মার্কেটিং রকিব আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার মাহাদী হাসান ও রিফাত হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test