E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যাংক খাত সংস্কার

বিশ্বব্যাংকের সহায়তা চায় না বাংলাদেশ ব্যাংক

২০২২ সেপ্টেম্বর ২১ ১৮:০১:৫০
বিশ্বব্যাংকের সহায়তা চায় না বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার : দেশের ব্যাংক খাতের সংস্কার চায় বিশ্বব্যাংক। আর্থিক খাত সংস্কারের বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তার প্রস্তাবও দিয়েছিলেন সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। তবে তার প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ ব্যাংক।

বিশ্বব্যাংককে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের সংস্কার আমাদের নিজস্ব পদ্ধতিতে চলছে। ব্যাংক খাত সংস্কারে আপাতত সহায়তার প্রয়োজন নেই। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের প্রমুখ।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বৈঠকে উঠে আসে ডলারের ঘাটতি মোকাবিলায় রিজার্ভ থেকে জোগান, রিজার্ভ কমে আসা, ডলারের দাম নির্ধারণ, রপ্তানি ও প্রবাসী আয়ের বিষয় নিয়ে। আলোচনা হয় সুদহারের সীমা তুলে দেওয়া নিয়েও।

সভায় ব্যাংক খাত সংস্কারের কথা বলেন মার্টিন রেইজার। এসময় বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক খাতের উন্নতিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই করা শুরু হয়েছে। ব্যাংক খাতের সংস্কার আমাদের নিজস্ব পদ্ধতিতে চলছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test