E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স

২০১৪ অক্টোবর ১২ ১৫:৩৪:৪৩
আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স

স্টাফ রিপোর্টার : আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে টট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্য সূচক সিএসসিএক্স। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। তবে ডিএসইতে এদিন লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। এছাড়া এদিন সিএসইতে শরিয়াহ ও বেঞ্চমার্ক নামে দুটি নতুন সূচক চালু করা হয়েছে।

দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ৪৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির। লেনদেন হয়েছে ৯১৫ কোটি ৩৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এর আগে গত ২ অক্টোবর, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫২৩৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৯৩৭ কোটি ২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ২১ কোটি ৬৬ লাখ ৫২ হাজার টাকা।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০০০৮ পয়েন্টে। যা বিগত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের ১৬ এপ্রিল সিএসইর প্রধান সূচক ১০০৮১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া এদিন সিএসইতে শরিয়াহ ও বেঞ্চমার্ক নামে দুটি নতুন সূচক চালু করা হয়েছে। এ নিয়ে সিএসইতে সূচকের সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। অন্য তিনটি সূচক হলো সিএসই-৩০, সিএসসিএক্স ও সিএএসপিআই।

রবিবার দিনভর সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গত ২ অক্টোবর সিএসইতে লেনদেন হয়েছিল ৬০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৩৮ লাখ টাকা।

(ওএসেএটিঅার/অক্টোবর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test