E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে

২০১৪ অক্টোবর ১৩ ১৫:২৩:২৭
ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর রোববার প্রথম কার্যদিবসে উভয় বাজারে সূচক ও অধিকাংশ শেয়ারের দর ছিল ঊর্ধ্বমুখী। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচক পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন।

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দিনশেষে ব্রড ইনডেক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩১৯ পয়েন্টে। এদিন মোট ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১২৮টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার হিসাবে লেনদেন হয়েছে ১০০৭ কোটি ৭৪ লাখ টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই৩০ ও সিএসআই সূচক বাড়লেও সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৮২ পয়েন্টে। মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের। টাকার হিসাবে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার।

(ওএস/এটিআর/অক্টোবর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test