E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সূচক কমেছে তবে সামান্য বেড়েছে লেনদেন

২০১৪ এপ্রিল ২৮ ১৬:২৫:১৪
সূচক কমেছে তবে সামান্য বেড়েছে লেনদেন

স্টাফ রিপোর্টার : আগের দিনের ধারাবাহিকতায় সোমবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক কমছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৮৬ লাখ ৪২ হাজার টাকা।

সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। এদিন এ কোম্পানির ৫৭ লাখ ৭০ হাজার ৫০০টি শেয়ার ৩৭ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকায় লেনদেন হয়েছে।

দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ২৩ লাখ টাকা।

(ওএস/এটি/এপ্রিল ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test