E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

২০১৪ অক্টোবর ১৪ ১২:৩৫:৪৬
দুই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

নিউজ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ঈদুল আজহা উপলক্ষে গত ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকার পর রোববার প্রথম লেনদেনের দিন উভয় বাজারে সূচক ও অধিকাংশ শেয়ারের দর বাড়লেও দ্বিতীয় কার্যদিবস সোমবার কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দুই হাজার ০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, কেপিসিএল, পিএলএফএসএল, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, ডেসকো, বেঙ্গল ইউন্ডসোর, ইসলামিক ফিন্যান্স ও আরএসআরএম স্টিল।

লেনদেন হয়েছে মোট ১৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট এক হাজার ৭ কোটি ৭৪ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০২ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪০৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।

লেনদেন হয় মোট ৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৯ কোটি ১৮ লাখ টাকা।

(ওএস/অ/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test