E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০২১ নাগাদ ৬০ বিলিয়ন ডলার রপ্তানি করতে চায় সরকার

২০১৪ অক্টোবর ১৮ ১৫:০৬:৩২
২০২১ নাগাদ ৬০ বিলিয়ন ডলার রপ্তানি করতে চায় সরকার

স্টাফ রিপোর্টার : আন্তজার্তিক বাজারে পণ্য বহুমুখী করণের মাধ্যমে ২০২১ সাল নাগাদ ৬০ বিলিয়ন ডলার রপ্তানি করতে চায় সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স' এর ১১০ বছর পূর্তির অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শুল্কমুক্ত রপ্তানি না দেয়াকে দুর্ভাগ্যজনক বলে জানান তিনি।

গত কয়েক বছরে বাংলাদেশের ধারাবাহিক প্রবৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নকে বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অন্যান্যদের জন্য আদর্শ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে থাকা দারিদ্রের হার এক তৃতীয়াংশ কমানো জীবন মান বাড়ানোর বিষয়গুলোতে আমাদের অগ্রগতিতে বিশ্ব ব্যাংক, গোল্ড ব্যাংক মেন্ট সেকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে প্রশংসিত হয়েছে।

তোফায়েল বলেন, আমরা পণ্য ও বাজারের বহুমুখী করণের মাধ্যমে ২০২১ সাল নাগাদ ৬০ বিলিয়ন ডলার রপ্তানি করতে চাই। তবে বিশ্বের বেশীরভাগ দেশে আমরা শুল্ক মুক্ত সুবিধা পেলেও যুক্তরাষ্ট্র তা এখনও দিচ্ছে না। আশা করি শীঘ্রই তারাও আমাদের জন্য এ সুযোগটি উন্মুক্ত করে দিবে।

এমসিসিআই এর সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, আইএলও ঢাকা প্রতিনিধি শ্রী নিবাস বি. রেড্ডি প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test