E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী আয়

২০২৩ জানুয়ারি ৩০ ১২:৪৩:৪৬
ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী আয়

স্টাফ রিপোর্টার : দেশে মার্কিন ডলারের তীব্র সংকট চলছে দীর্ঘদিন ধরে। সংকট কাটাতে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। এরপরও কাটছে না সংকট। তবে এর মাঝেই সুখবর এসেছে রেমিট্যান্সে।

নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি মাস জানুয়ারির ২৭ তারিখ পর্যন্ত ১৬৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) প্রায় ১৮ হাজর কোটি টাকা। প্রতিদিন আসছে ৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসতে পারে।

এর আগের মাস ডিসেম্বরের পুরো সময়ে এসেছিল ১৬৯ কোটি ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বর থেকে টানা পাঁচ মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই থেকে যায় রেমিট্যান্স।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই-এ এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।

এরপরই কমতে থাকে রেমিট্যান্স প্রবাহ। পরের মাস সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার আর আর সদ্য বিদায়ী ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার পাঠান বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test