E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকায় ১৪২ তলা আইকনিক টাওয়ার, জেলায় হবে সম্মিলিত সরকারি অফিস ভবন

২০২৩ জুন ০২ ১৫:৪০:৪০
ঢাকায় ১৪২ তলা আইকনিক টাওয়ার, জেলায় হবে সম্মিলিত সরকারি অফিস ভবন

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় ১৪২ তলা বিশিষ্ট একটি আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া জেলা পর্যায়ে থাকা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য সম্মিলিত অফিস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ভবিষ্যতে পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকার পূর্বদিকে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলী সম্বলিত ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণ করা হবে।

জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য সম্মিলিত অফিস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা বিদ্যমান ৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারি কর্মকর্তাদের জন্য মোট ৬ হাজার ৫০৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এছাড়া আরও ৫ হাজার ২১১টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে।

অর্থমন্ত্রী বলেন, আরও ৮ হাজার ৮৩৫টি ফ্ল্যাট, প্রতিটি জেলায় সমন্বিত অফিস ভবন এবং ৬৪টি জেলায় সরকারি কর্মকর্তাদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলমান প্রকল্পগুলো শেষ হলে সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা ১৫ শতাংশে পৌঁছাবে বলেও জানান মন্ত্রী।

(ওএস/এসপি/জুন ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test