E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গা পূজায় ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

২০২৩ অক্টোবর ০৯ ১৮:৫৬:০৩
দুর্গা পূজায় ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম । তবে দুই দেশের চেকপোস্ট দিয়ে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

আজ সোমবার (৯ অক্টোবর) হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত সাতদিন বন্ধ থাকবে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এ বিষয়ে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, দুর্গাপূজায় ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।এ সময় উভয় দেশের বেড়ে যায় যাত্রী পারাপার।

(এসএস/এসপি/অক্টোবর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test