E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া শুরু হলে দাম কমতে পারে’

২০২৪ ফেব্রুয়ারি ০৯ ১৩:০৬:২৫
‘খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া শুরু হলে দাম কমতে পারে’

স্টাফ রিপোর্টার : আগামী ১ মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া কার্যক্রম শুরু হলে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে চালের বাজার নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, উপকারভোগীরা কিন্তু বাজারে চাল কিনতে আসবে না। পর পর ৩ মাস ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তখন বাজারে চালের দাম কমে আসবে। আর অভিযান তো চলছেই।

যারা অবৈধভাবে মজুত করে রেখেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে অভিযান চালানো হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আমার একটা অনুরোধ, অবৈধ মজুতদারের বিরুদ্ধে যদি কোনো খবর পান, আপনারা তো অনেক খবর পান। আমরা তো বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর নিচ্ছি। আপনারা (সাংবাদিকরা) তো মানুষ। আপনারাও তো কিনে খান। আপনিও ভোক্তা। অতএব আপনি যদি একটু চিরকুট লিখে বা মেসেজ করে ডিসি বা এসপিকে জানান। বা আপনি এখানে ভরসা পাচ্ছেন না, তাহলে আমাকে চিরকুট দেন। দেশের জাতি ও নাগরিক হিসেবে আপনাদের একটা দায়িত্ব রয়েছে। আমাদের প্রশ্ন করে টিভিতে দেওয়াই শুধু আপনার দায়িত্ব না। এখন সবকিছু বন্ধ করে আপনারা পাবলিক হয়ে যান। আমাদের খবর দেন।

মতবিনিময় সভায় দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন।

এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্স, চাল কল মালিক গ্রুপ, বিভিন্ন অটো রাইস মিলের মালিকসহ জেলার বিভিন্ন অফিসের প্রধানরা বক্তব্য দেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test