E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা দেওয়ার আশ্বাস বিশ্বব্যাংকের

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৩:২২:১৯
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা দেওয়ার আশ্বাস বিশ্বব্যাংকের

স্টাফ রিপোর্টার : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত বিশ্ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যানা বেজার্ড। তিনি বলেছেন,মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় উদ্যোগে সহায়তা দেওয়া হবে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার ও সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একদিনের সফরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঢাকায় এসেছেন অ্যানা বেজার্ড। বাংলাদেশে এটিই বিশ্বব্যাংকের এমডি পদে বহাল হওয়ার পর বাংলাদেশে তার প্রথম সফর।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেশে বিদ্যুৎসহ জ্বালানির দামও সমন্বয় করতে হবে বলে জানান তিনি।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্রে জানা গেছে, অ্যানা বেজার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তার সঙ্গে রয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। দেশ স্বাধীনের পর বিশ্বব্যাংক বাংলাদেশে ৪১ বিলিয়নের বেশি প্রতিশ্রুতি দিয়েছে। এ ঋণের বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ। বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) দ্বারা সমর্থিত বৃহত্তম চলমান কর্মসূচি রয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test