E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আগামী ৩ দিনের মধ্যে ভারত থেকে ট্রেনে করে পেঁয়াজ দেশে আসবে’

২০২৪ মার্চ ২৩ ১৯:৪৪:৩৭
‘আগামী ৩ দিনের মধ্যে ভারত থেকে ট্রেনে করে পেঁয়াজ দেশে আসবে’

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। আগামী ৩ দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোন রকম সমম্যা আছে বলে আমার জানা নেই। ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করেছে কি না তা আমার জানা নেই।

শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের এক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে যোগদানকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫/১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেচা কেনায় বানিজ্য মন্ত্রনালয় কোন রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিষ্ট্রেটি তৎপরতা প্রয়োজন নেই। তিনি মনে করেন বাজারে যতেষ্ট পরিমান পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে। চালের মুল্য বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রনালয়ের বিষয়। একারনে আরেক মন্ত্রনালয়ের বিষয়ে কোন কিছু বলা ঠিক হবে বলে তিনি মনে করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

(এসএএম/এএস/মার্চ ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test