E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানা প্লাজা নিছক দুর্ঘটনা নয়: আইবিসি

২০২৪ এপ্রিল ২৭ ১৮:১১:৪৪
রানা প্লাজা নিছক দুর্ঘটনা নয়: আইবিসি

স্টাফ রিপোর্টার : ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের রিজিওনাল সেক্রেটারি আশুতোষ ভট্টাচার্য বলেছেন, রানা প্লাজার ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়। এটা একটি ‘ইন্ডাস্ট্রিয়াল হোমোসাইড’। এ ঘটনার ১১ বছর হয়ে গেল অথচ এখনো দাবি করতে হচ্ছে দোষীদের বিচারের জন্য, যা দুঃখজনক।

শনিবার (২৭ এপ্রিল) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত ‘রানা প্লাজা ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিসির সভাপতি এ এম নাজিম উদ্দিন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেড এম কামরুল আনাম, আমিরুল হক আমিন, কুতুবউদ্দিন আহমেদ, মীর আবুল কালাম আজাদ, শহীদুল্লাহ বাদল, রুহুল আমিন, নুরুল ইসলাম, হুমায়ুন কবির, নাজমা আক্তার, তাহমিনা আক্তার, শহীদুল্লাহ ভূঞা প্রমুখ।

এসময় আশুতোষ ভট্টাচার্য বলেন, এ শিল্পখাতে মাত্র ৭ শতাংশ শ্রমিক সংগঠিত। শ্রমিকদের সব অধিকার নিশ্চিত করতে জ্ঞান আহরণ করা তথা সচেতন হওয়া জরুরি। ঐক্যবদ্ধ থাকতে হবে। ইন্ডাস্ট্রিাল আপনাদের সঙ্গে আছে।

এসময় বক্তারা রানা প্লাজা দুর্ঘটনায় দায়ী রানাসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।ৎ

শ্রমিক নেতারা বলেন, আহতরা চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা নিশ্চিত করতে হবে। নিহতদের পরিবার ও আহতদের কর্মসংস্থানসহ পুনর্বাসন করতে হবে। নেতারা ২৪ এপ্রিলকে শোক দিবস হিসেবে ঘোষণাসহ দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

(ওএস/এসপি/এপ্রিল ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test